আবহাওয়া পরিবর্তনে করনিয়!
অতিরিক্ত ঠাণ্ডা, অতিরিক্ত গরম, আবহাওয়া পরিবর্তন যেমন মানুষের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি পাখির জন্যও ক্ষতিকর। এই সময়ে পাখির একটু অতিরিক্ত যত্ন নিলে পাখিগুলো অসুস্থ্য হয়ে পরে না। আসুন জেনে নেই কি করতে হবে।
১। চাপাতা ২ চামচ (১ গ্রাম চামচ)
২। নীমপাতা, পেয়ারাপাতা, সাজনাপাতা পাতার গুড়া আধা চামচ করে (শুকিয়ে গুড়া করা)
৩। ২/৩ কোয়া রসুন বড় দেশি রসুন (ইন্ডিয়ান হলে ২ কোয়া),
৪। ৬/৭টা থানকুনি পাতা,
৫। আদা ছেঁচে রস করে ২ চামচ (১ গ্রাম চামচ)।
প্রনালী:
দেড় কাপ পানির সাথে সবগুলো মিশিয়ে ৬-১০ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিন। এবার এটা ঠাণ্ডা করে ১ লিটার পানিতে মিশিয়ে ছেঁকে পরিবেশন করুন। অবশ্যই ৬ ঘন্টা পর ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে।
উপকারিতা:
- ১। চা শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে।
- ২। নিম পরজীবী ধ্বংস করে।
- ৩। পেয়ারা পাতা আয়রন।
- ৪। সাজনা পাতা আয়রন, ক্যালসিয়াম জোগান দিবে।
- ৫। রসুনের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- ৬। থানকুনি পাতা হজম করতে সাহায্য করবে।
- ৭। আদা হজম ও শ্বাসকষ্টতে সাহায্য করবে।
অবশ্যই ৬ ঘন্টা পর পানি ফেলে দিতে হবে।
এভাবে ৩ দিন দিতে পারেন। মাসে ১ বার এভাবে দিলে পাখি সুস্থ্য থাকবে।
অযথা কোন ঔষধ দিবেন না। অসুখ হওয়ার আগে যদি প্রতিরোধ করা যায়, সেটাই ভালো।
সুস্থ্য থাকুক সবার পাখি।