গ্রিট কি এবং কেন? কোন পাখিকে কি গ্রিট দিতে হয়?
গ্রিট সব ধরনের পাখির জন্য এসটি সাপ্লিমেন্ট খাবার। তবে কিছু কিছু পাখির জন্য এটা অনেক প্রয়োজনীয়। কথা না বাড়িয়ে দেখে নেই, এই গ্রিট কি এবং কেন পাখিকে দিতে হয়?
গ্রিট ২ ধরনের হয়
১) অদ্রবণীয় গ্রিট এবং
২) দ্রবণীয় গ্রিট।
অদ্রবণীয় গ্রিটঃ এই গ্রিট পানিতে দ্রবীভূত বা মিশে যায় না। কারন এটি তৈরি করা হয় মুলত ৮০% ইটের গুড়া, ১০% বালি, ও বাকি ১০% এ দেয়া হয় নুড়ি পাথর, কাঠ কয়লা, ঝিনুকের গুড়া, ডিমের খোসা, ইত্যাদি দ্বারা। এর প্রধান কাজ হল খাদ্য হজমে সহায়তা করা। এতে সামান্য পরিমানে খনিজ ও মিনারেল পাওয়া যায়।
দ্রবণীয় গ্রিটঃ এই গ্রিট পানিতে সহজেই দ্রবীভূত হয়ে যায় বা গলে বা মিশে যায়। একে মিনারেল ব্লক বা মিনারেল সাপ্লিমেন্টও বলা হয় কারন এর প্রধান কাজ হল দেহে খনিজ ও মিনারেল সরবরাহ করা। এটি পাখির শরীরের খনিজ ও মিনারেলের (ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাসিয়াম ইত্যাদি) ঘাটতি পুরনে সহায়তা করে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কিনতে দ্রবণীয় গ্রিট কিনতে পাওয়া যায়। আবার চাইলে ঘরেও তৈরি করা যায়। এই গ্রিটের উপাদানগুলো হল ক্যাটল ফিস বোন, ঝিনুকের গুড়া, চুনাপাথর, আয়োডিন লবন, ডিমের খোসা গুড়া, সাজনা পাতা গুড়া, সল্প পরিমান কয়লা ইত্যাদ।
খোলা পরিবেশে পাখিরা বালি, পাথর, মাটি, পোড়া বা শক্ত মাটি ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। এই কারনে পাখি পালকেরা পাখিকে ওই সব উপাদান দিয়ে তৈরি একটি খাবার পাখিকে দেয় যা হজমের সাহায্যে করে। একেই গ্রিট বলে। গ্রিটের প্রধান কাজ হল পাখির খাবার হজম এবং পাখির পরিপাকতন্ত্র কে সঠিক ভাবে চালনা করতে সহায়তা করা।
কোন গ্রিট কোন পাখিকে দিতে হবেঃ
প্যারাকিট প্রজাতির পাখি যেমনঃ বাজেরিগার, টিয়া, ককাটিয়েল, নিওফেমা, রোজেলা, কাকাতুয়া সকল সিডের খোসা ছাড়িয়ে খায় ফলে তাদের খাবার হজমের জন্য অদ্রবণীয় গ্রিটের কোন প্রয়োজন নেই। এই সব পাখির পরিপাকতন্ত্রে গিজার্ড (Gizzard) নামে একটি অংশ থাকে যা খাবারকে ভেঙ্গে নরম করে খাদ্য থলিতে প্রবেশ করায়। ফলে খাবার দ্রুত হজম হয়। পাশাপাশি এই পাখিগুলোর খাদ্যনালীও তুলনামূলক সরু বা চিকন হয়। এই সব পাখিকেও বনে মাটি বা পাথর ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতে দেখা যায়। কিন্তু এরা মাটি বা পাথর খায় না বরং সেখান থেকে খুজে খুজে মিনারেল খায় যা সহজেই দ্রবীভূত হয়ে যায়।
কিছু পাখি যেমনঃ কবুতর, ফিঞ্চ, হাস, মুরগী, কোয়েল, ঘুঘু, ইত্যাদি খোসা সহই খাবার খায়। তাই এদেরকে খোসাসহই সিড হজম করতে হয়। আর এদেরকেই হজমের সহায়তার জন্য দিতে হয় অদ্রবণীয় গ্রিট। অদ্রবণীয় গ্রিটের বিভিন্ন উপাদান ইটের গুড়া, বালি, নুড়ি পাথর, কাঠ কয়লা সিডের খোসা ছারাতে সাহায্য করে ফলে খাবার সহজেই হজম হয়। এই সব পাখিরা বনেও এই উপাদানগুলো খেয়ে থাকে। এই কারনে এদের খাদ্যনালী মোটা হয়।
ভবিষ্যতে আমরা গ্রিড তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করব।
আমাদের লেখাটি ভালো লাগলে পেজটিতে লাইক দিতে ভুলবেন না। আমাদের গ্রুপে জয়েন করে এ্যাকটিভ থাকুন। আপনার শখের পাখি ও অন্যান্য জিনিসপত্র বিক্রয় ও ক্রয় করতে ভিজিট করুন পাখিহাট ডট কম-এ
এছাড়াও পড়তে পারেনঃ
পাখির গ্রীন পুপস বা সবুজ পায়খানা
পাখির জন্য ডিমের খোসার উপকারিতা
বিভিন্ন পাখির জন্য খাঁচা ও ব্রিডিং বক্সের মাপ
ককাটেল ও লাভবার্ড পাখির সিডমিক্স পদ্ধতি – দেশি শষ্যদানা
পাখি পালনে চা মিশ্রণ এর বিভিন্ন ব্যাবহার ও উপকারিতা