পাখির গ্রীন পুপস বা সবুজ পায়খানা
পাখির একটি অতি পরিচিত রোগ গ্রীন পুপস্ বা সবুজ পায়খানা। এই রোগ হয় পরিপাক তন্ত্রের সমস্যার কারনে। প্রথম থেকেই চিকিৎসা না করলে পরিনাম হয় মৃত্যু। আসুন জেনে নেই এর কারন, লক্ষন ও প্রতিকার।
কারনঃ সাধারনত খাদ্যের সমস্যার করনে এমনটা হয়। পানি পরিবর্তন না করা, পানিতে পাখির পুপস্ বা ড্রপিং থাকা, সফট ফুড বেশি সময় ধরে খাঁচায় রাখা, ঔষধের পানি সময় মতো না পরিবর্তন করা, নোংরা পরিবেশ এর কারনে এমন হয়।
লক্ষণ সমূহ :
- গাঢ় সবুজ / শেওলা রং / পিত্ত রঙের পায়খানা
- সবুজ পিচ্ছিল পায়খানা
- Vent Area সবুজ হয়ে থাকা
- সবুজ পায়খানার সাথে পানির ভাগ বেশী থাকা
- পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা
- পাখির স্বাস্থ্য খরাপ হওয়া
চিকিৎসা পদ্ধতি
হোমিওপ্যাঁথি চিকিৎসাঃ
Nuxvom 30 ২ দিন দিয়ে অবস্থা পরীক্ষা করতে হবে।
অবস্থা পরিবর্তন না হলে IPIKAK 30 ২/৩ দিন দিতে হবে
তারপরেও ভালো না হলে Akonaite 30 ব্যাবহার করা যাবে
যদি কোনোভাবে অবস্থা নিয়ন্ত্রনে না আসে তবে Arcenic 30 ব্যাবহার করা যাবে । কোনও অবস্থাতেই Arcenic ব্যাবহার করা উচিৎ হবে না ।
ভ্যাটেরিনারী চিকিৎসাঃ
প্রথমে Esb 30 + Electrolite Saline ব্যাবহার করে দেখা যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কিনা
দ্বিতীয়ত Oxycenting 20% অথবা Human Doxin 100 mg + Esb 30 + Electrolite Saline ব্যাবহার করা
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
তথ্যসূত্রঃ অনলাইন
এছাড়াও পড়তে পারেনঃ
পাখির জন্য ডিমের খোসার উপকারিতা
বিভিন্ন পাখির জন্য খাঁচা ও ব্রিডিং বক্সের মাপ
পাখিকে রসুন খাওয়ানোর নিয়ম ও উপকারিতা!
পাখির ডিম সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন এবং সমাধান!