পাখির জন্য ডিমের খোসার উপকারিতা
আমরা অনেকেই জানি ডিমের খোসা পাখিকে খাওয়ালে অনেক উপকার হয়। কিন্তু আমরা এটা অনেকেই জানি না, ডিমের খোসার উপকারিতা কি কি? আজকের এই আলোচনায় আমরা ডিমের খোসার উপকারিতা সম্পর্কে জানব।
ডিমের খোসার উপাদানগুলোর মাঝে ৯৫% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ৫% ক্যালসিয়াম ফসফেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ও অল্পপরিমানে দ্রবিভুত-অদ্রবিভুত প্রোটিন যা আপনার পাখির দেহের বিভিন্ন খনিজ উপাদানের অভাব পূরণ করতে পারে।
ব্রিডিং এর সময়ে পাখির দেহে প্রচুর পরিমানে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। পাখি তার ছোট দেহের তুলনায় বেশিই ডিম দিয়ে থাকে ফলে তার দেহের ক্যালসিয়ামের অভাব হাড়ের ভিতরে থাকা ক্যালসিয়াম পুরন করে থাকে। এতে করে, হাড়ে ক্ষয় দেখা দিতে পারে। তাই এই সময় সীড মিক্স ও এগফুডের পাশাপাশি ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে এমন খাবার যেমনঃ ক্যাটল ফিস বোন, মিনারেল ব্লক এগুলোর গুরুত্ব অনস্বীকার্য। আর এক্ষেত্রে ডিমের খোসা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।
ডিমের খোসা পাখিকে দেবার নিয়মাবলী :-
কাঁচা ডিমের খোসা ডিমের কুসুম আলাদা করবার পর ভাল ভাবে পানি দিয়ে ধুইয়ে নিতে হবে। এরপর খোসাগুলো একটি পাত্রে পানিতে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, খুব বেশি সিদ্ধ যেন না হয়। কেননা খুব বেশি সিদ্ধ হলে উপকারি উপাদান গুলো নষ্ট হয়ে যেতে পারে। সিদ্ধ হয়ে যাবার পর খোসা গুলো পাত্র থেকে নামিয়ে কক্ষ তাপমাত্রায় না আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর খোসা গুলো কে পাটায় পিষে অথবা ব্লেন্ড করে ছোট খণ্ডে পরিনত করুন। অনেকে আবার ডিমের খোসা একদম গুঁড়া করে থাকেন। আলাদা পাত্রে অথবা যে পাত্রে সীড মিক্স দেন সেটিতেও মিশিয়ে দিতে পারেন। এভাবে সপ্তাহের ২-৩ দিন পাখিকে ডিমের খোসা দিতে পারেন আশাকরি উপকারে আসবে।
ক্যালসিয়ামের অভাব পূরনের জন্য পাখির খাচায় আলাদা একটি ছোট পাত্রে সব সময় ডিমের খোসা রাখতে পারেন। পাখির যখন প্রয়োজন হবে, তখন এই ডিমের খোসা খাবে।
ভাল থাকুক সকল পাখি
এছাড়াও পড়তে পারেনঃ
বিভিন্ন পাখির জন্য খাঁচা ও ব্রিডিং বক্সের মাপ
ফেদার প্লাকিং – Feather Plucking
পাখি পালনে চা মিশ্রণ এর বিভিন্ন ব্যাবহার ও উপকারিতা
“হিট স্ট্রোক” গরমের সবচেয়ে ভয়াবহ সমস্যা ও সমাধান!
বাড়িতেই বানিয়ে নিন পাখির প্রিয় খাবা সফটফুড