পাখির সাধারন রোগ ও তার প্রতিকার!
কৃমিনাশক প্রদান: পাখিকে ৩ মাস বয়সে প্রথম কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে। এবং প্রতি ৩ মাস পরপর কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে। তবে, নিয়মিত নিমপাতা পানি দিয়ে গোসল করালে ও নিয়মিত খেতে দিলে কৃমিনাশক প্রয়োজন হয় না।
রোগবালাই প্রতিরোধ ও প্রতিকার: বাজেরিগার পাখি বিভিন্ন ধরনের রোগ হয় যেমন: রানিক্ষেত, সালমোনেলসিস, কলেরা, টাইফয়েড, সিটাকোসিস, বিক এন্ড ফিদার রোগ ইত্যাদি। এই সমস্ত রোগ থেকে বাঁচার উপায় হলো খামারের ভাল পরিচর্যা করা। অসুস্থ হলে দ্রুত ভেটেরিনারিয়ানের কাছে নিয়ে যাওয়া।
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
পাখি পালন সম্পর্কিত তথ্য পেতে নিচে উল্ল্যেখিত আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এক্টিভ থাকুন।
পাখির অসুস্থ্যতায় যদি কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়, তবে পাখির ছবি, ভিডিও (সম্ভব হলে) এবং ড্রপিং (পুপ্স) এর ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপটিতে শেয়ার করুন। এখানে রয়েছে অভিজ্ঞ পাখি পালক এবং ডাক্তার, যাদের মাধ্যমে খুব দ্রুত আপনি সাহায্য পাবেন আশা রাখছি।
আমাদের ফেসবুক পেজঃ
আমাদের Facebook গ্রুপঃ Bangladesh Birds Help Group
No Comments