পাখি পালন একটি সৌখিন বিষয়। যে কোন মানুষ-ই চাইলে পাখি পালতে পারেন, তবে তার জন্য কিছু নিয়ম আছে। পাখি দুই ধরনের হয়। একটি বনের এবং অন্যটি খাঁচার। বনের পাখিকে যেমন খাঁচায় পালন করা যায় না। ঠিক তেমনি, খাচার পাখিকে ছেড়ে দিলে তার শত্রুর অভাব হয় না, ফলাফল নিশ্চিত মৃত্যু!
“আমরা এখানে পাখি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য দেবার চেষ্টা করেছি মাত্র। তবে যে কোন ঔষধ খাওয়ানোর সময় অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।”
পাখি পালন করতে হলে প্রথমেই অনেক কিছু খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনি কেন পাখি পালবেন, সেটা ঠিক করুন। যদি বাচ্চা উৎপাদন উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই অভিজ্ঞ ব্রীডারদের পরামর্শ গ্রহন করুন। পাখির কেমন পরিবেশ পছন্দ করে, খাবার, অসুখ সম্পর্কে জেনে শুরু করুন।
পাখি পালন করতে হলে, অবশ্যই পরিবেশ সম্পর্কে জানতে হবে। যেই পাখি পালবেন, তার জন্য কতটুকু জায়গা প্রয়োজন, খাবার তালিকা, যত্ন নেওয়া পদ্ধতি, রোগবালাই, গরম ও ঠাণ্ডায় করনিয় ইত্যাদি সম্পর্কে জানতে অভিজ্ঞ পাখালের পরামর্শ গ্রহন করুন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্য রয়েছে, সেগুলো পড়ুন।
পাখি সবাই পালতে পারে। তবে, অল্প বয়সে পালন না করে বেশি বয়সে পালন করাই ভালো। বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হবে। সেগুলো সমাধানের জন্য একজন উপযুক্ত মানুষ অবশ্যই দরকার। যারা অনেক বেশি ঘুরাঘুরি করেন, তারা পাখি পালন থেকে বিরত থাকাই ভাল। কারন, পাখিরর জন্য নিরিবিলি পরিবেশ দরকার হয়।