বাচ্চা পাখির জন্য হ্যান্ডফিড বানানোর পদ্ধতি
মা বাবা বাচ্চা পাখীকে না খাওয়ালে বা জরুরী অবস্থায় হেন্ড ফিডিং করতে হয়।
বাচ্চা পাখীর খাবার
- চাল এক চামচ
- মুগ ডাল আধা চামচ
- বুটের ডাল দুই চামচ
- মিস্টি কুমরা এক চামচ
- গাজর আধা চামচ
- সিদ্ধ করে ডিম সিদ্ধ মিশিয়ে ব্লেন্ড করে দেন।
- দুই সপ্তাহ না হয়া পর্যন্ত শাক দিবেন না। খাবার অবশ্যই কুসুম গরম করে দিতে হবে।
- বাচ্চার বয়স দুই সপ্তাহ হলে দিনে একটা সজনে পাতা খাবারে মিশিয়ে নিবেন এক মাস পর্যন্ত।
- সিরিঞ্জ অথবা চামচ দিয়ে খাওয়াতে হবে।
- কখনোই বেশী খাওয়ানো যাবে না। পেট খালি হলে খাওয়াতে হবে। তবে প্রথম এক সপ্তাহ দুই ঘন্টা পরপর পাতলা করে খাওয়াতে হবে। পরের সপ্তাহে তিন ঘন্টা পরপর । এরপর সে চেয়েই খেয়ে নিবে। আনুমানিক দিনে চার পাচ বার।
- বাচ্চাকে ৬০ ওয়াট লাইটের পাশে বেবী ডায়াপার দিয়ে বসিয়ে ছিদ্র যুক্ত বক্সে রাখলে ভাল হয়। ভেজা ডায়াপার প্রতিদিন একবার চেঞ্জ করলে বাচ্চা ভাল থাকবে। বাকীটা আল্লাহ,ভরসা।
- বাইরের কেনা খাবার, গুড়া করা খাবার না দিয়ে দিনেরটা দিনে বানিয়ে খাওয়ানো উত্তম।
তবে যতকিছুই খাওয়ান বাবা মায়ের কাছে বাচ্চা ভাল থাকে। আমি বেশীরভাগ সময় হেন্ড ফিডের ফলে অসুস্হ হতে দেখেছি প্রচুর। - সবচেয়ে জরুরী কথা হল, পাখিকে কখনও সিরিঞ্জ দিয়ে মুখের ভিতরে নল ঢুকিয়ে খাওয়াবেন না। এতে বাচ্চার অনেক ক্ষতি হয়। একবার ভেবে দেখুন, যদি আপনাকে আপনার মুখের ভিতরে নল ঢুকিয়ে খাওয়ানো হয়, আপনার কেমন লাগবে? ও-তো ছোট বাচ্চা। সব সময় চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন।
লিখেছেন: নওশীন মুন
তবে, কেনা হ্যান্ডফিড দিতে হলে Nutribird ছাড়া অন্য কোন খাবার নিবেন না।
বি:দ্র: টেম করার নাম করে অতিরিক্ত ছোট বাচ্চা কখনও কিনবেন না। আপনি যদি পাখিকে সময় দেন, তাহলে ২ বছর বয়েসের পাখিও টেম হবে। হ্যান্ডফিড করতে যেয়ে প্রচুর পাখির বাচ্চা মারা যায়। টেম করার জন্য সবচেয়ে উপযুক্ত বয়স হল, যখন সে নিজেই একা একা খাওয়া শিখবে, তখন নিয়ে টেম করা।
বিষয়গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এছাড়াও পড়তে পারেনঃ
বাজরিগার পাখির গ্রিট | ককাটেল, লাভবার্ড, কনুর পাখির গ্রিট তৈরির রেসিপি
পাখির গ্রীন পুপস বা সবুজ পায়খানা
ককাটেল ও লাভবার্ড পাখির সিডমিক্স পদ্ধতি – দেশি শষ্যদানা
“হিট স্ট্রোক” গরমের সবচেয়ে ভয়াবহ সমস্যা ও সমাধান!
ফ্রেঞ্চ মোল্ট কি, কেন ও কিভাবে হয়?
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
পাখি পালন সম্পর্কিত তথ্য পেতে নিচে উল্ল্যেখিত আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এক্টিভ থাকুন।
পাখির অসুস্থ্যতায় যদি কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়, তবে পাখির ছবি, ভিডিও (সম্ভব হলে) এবং ড্রপিং (পুপ্স) এর ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপটিতে শেয়ার করুন। এখানে রয়েছে অভিজ্ঞ পাখি পালক এবং ডাক্তার, যাদের মাধ্যমে খুব দ্রুত আপনি সাহায্য পাবেন আশা রাখছি।
আমাদের ফেসবুক পেজঃ
আমাদের Facebook গ্রুপঃ Bangladesh Birds Help Group