বাচ্চা পাখির জন্য হ্যান্ডফিড বানানোর পদ্ধতি
মা বাবা বাচ্চা পাখীকে না খাওয়ালে বা জরুরী অবস্থায় হেন্ড ফিডিং করতে হয়। বাচ্চা পাখীর খাবার চাল এক চামচ মুগ ডাল আধা চামচ বুটের ডাল দুই চামচ মিস্টি কুমরা এক চামচ গাজর আধা চামচ সিদ্ধ করে ডিম সিদ্ধ মিশিয়ে ব্লেন্ড করে দেন। দুই সপ্তাহ না হয়া পর্যন্ত শাক দিবেন না। খাবার অবশ্যই কুসুম গরম করে দিতে হবে। বাচ্চার বয়স দুই সপ্তাহ হলে দিনে একটা সজনে পাতা খাবারে মিশিয়ে নিবেন এক