পাখির গ্রীন পুপস বা সবুজ পায়খানা
পাখির একটি অতি পরিচিত রোগ গ্রীন পুপস্ বা সবুজ পায়খানা। এই রোগ হয় পরিপাক তন্ত্রের সমস্যার কারনে। প্রথম থেকেই চিকিৎসা না করলে পরিনাম হয় মৃত্যু। আসুন জেনে নেই এর কারন, লক্ষন ও প্রতিকার। কারনঃ সাধারনত খাদ্যের সমস্যার করনে এমনটা হয়। পানি পরিবর্তন না করা, পানিতে পাখির পুপস্ বা ড্রপিং থাকা, সফট ফুড বেশি সময় ধরে খাঁচায় রাখা, ঔষধের পানি সময় মতো না পরিবর্তন করা, নোংরা পরিবেশ এর কারনে এমন হয়।