আদর্শ ব্রিডিং এগ ফুড রেসিপি (পাখির জন্য)
আদর্শ ব্রিডিং এগ ফুড রেসিপি নামটি শুনেই একটু অবাক লাগতে পারে। জি! ঠিকিই ধরেছেন। এই রেসিপি পাখিকে দিলে তার পুস্টির ঘাটতি থাকবে না এবং খুব দ্রুত ব্রিডিং করবে।
উপকরনঃ
- থানকুনি পাতা,
- ধনেপাতা,
- গম,
- গাজর,
- ডিম ,
- কালোজিরা,
- যষ্ঠি মধু ।
প্রস্তুত প্রণালীঃ
থানকুনি পাতা, ধনেপাতা, গম, গাজর ধুয়ে কুচি করে ভিজানো গম, কালোজিরা, যষ্টিমধু থেতো করে ও ডিম সিদ্ধ কুচি মিশিয়ে একসাথে খেতে দিতে হবে।
ব্রিডিং টেনডেন্সি দৌড়ে আসবে। বাচ্চা পাখীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুন্দর গঠন হবে।
লিখেছেনঃ নওশীন মুন
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
পাখি পালন সম্পর্কিত তথ্য পেতে নিচে উল্ল্যেখিত আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এক্টিভ থাকুন।
পাখির অসুস্থ্যতায় যদি কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়, তবে পাখির ছবি, ভিডিও (সম্ভব হলে) এবং ড্রপিং (পুপ্স) এর ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপটিতে শেয়ার করুন। এখানে রয়েছে অভিজ্ঞ পাখি পালক এবং ডাক্তার, যাদের মাধ্যমে খুব দ্রুত আপনি সাহায্য পাবেন আশা রাখছি।
আমাদের ফেসবুক পেজঃ
আমাদের Facebook গ্রুপঃ Bangladesh Birds Help Group
No Comments