ঋতু পরিবর্তণের সময়ে ঠাণ্ডা আবহাওয়ায় করনিয়!
আবহাওয়া যখন পরিবর্তন হয়, তখন পাখির প্রতি অতিরিক্ত যত্ন নিতে হয়। একটু খেয়াল করলেই দেখা যায়, মানুষ সহ প্রায় সকল প্রানীর-ই ঠাণ্ডা জাতিয় রোগের আগমন ঘটে। তাই পাখিদের প্রতি একটু বেশিই যত্ন নিতে হয়। অসুখ হয়ে গেলে সেটা থেকে নিস্তার পাওয়া কঠিন, কিন্তু অসুস্থ হওয়ার আগেই যদি সেটার প্রতিকার করা যায়, তাহলে অনেক ভালো।
কথা না বাড়িয়ে জেনে নিন কি করতে হবে।
এক লিটার পানিতে এক টুকরো আদা, ছয়টা পুদিনা পাতা, পাঁচটা কালজিরা ফুটন্ত পানিতে অল্প আঁচে ঢেকে দশ মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে খেতে দিন।
হজমের সমস্যা, ঠাণ্ডা, ডায়রিয়া প্রতিরোধ হবে। সপ্তাহে ২ দিন দিতে হবে। এগুলো বানিয়ে ফ্রিজে না রেখে পরিবেশনের আগে বানাতে হবে এবং ৬ ঘন্টা পর এগুলো ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে।
রাতে শোয়ার আগে পানির পাত্র বের করে রেখে সকালে এই পানি পরিবেশন করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।
লিখেছেন: নওশীন মুন
No Comments