ককাটেল ও লাভবার্ড পাখির সিডমিক্স পদ্ধতি – দেশি ও বিদেশী শষ্যদানা
আগের কয়টি লেখায় আমরা পড়েছিলাম বাজরিগার পাখির সিডমিক্স সম্পর্কে। আজকে আমরা জানব ককাটেল ও লাভবার্ড পাখির জন্য সিডমিক্স কিভাবে বানাতে হবে, সেই সম্পর্কে। অনেকেই এই পরিমান পরিবর্তন করতে পারবেন।
সীড মিক্স তৈরির উপকরন ও পরিমান।
এখানে ১০ কেজি পরিমান খাবারের জন্য বিভিন্ন উপকরন দেওয়া হল। তবে অবশ্যই মনে রাখবেন, শীতকালে খাবারে তেল জাতিয় খাদ্য শষ্য বাড়িয়ে দিতে হবে এবং গরম কালে তেল জাতিয় খাদ্য শষ্য কমাতে হবে।
তেল জাতিয় খাদ্য শষ্য বলতে: সূর্যমুখী, তিষি, সরিষা, তিল এর কথা বলা হচ্ছে।
- ১। চিনা: ২.৫ কেজি
- ২। ক্যানারী সীড: ১.৫ কেজি
- ৩। কাউন: ১.৫ কেজি
- ৪। সুর্যমুখী বীজ: ১.৫ কেজি
- ৫। পোলাউ ধান: ৫০০ গ্রাম
- ৬। বাসমতি ধান: ৫০০ গ্রাম
- ৭। সাদা মিলেট: ২৫০ গ্রাম
- ৮। কালো মিলেট: ২৫০ গ্রাম
- ৯। হলুদ মিলেট: ২৫০ গ্রাম
- ১০। লাল মিলেট: ২৫০ গ্রাম
- ১১। হ্যামস্ সিড্: ২৫০ গ্রাম
- ১২। কুসুম ফুল: ২৫০ গ্রাম
- ১৩। তিশি: ২০০ গ্রাম
- ১৪। সরিষা: ১০০ গ্রাম (না খেলে দিবেন না)
- ১৫। কালোজিরা: ১০০ গ্রাম
- ১৬। গুজি তিল: ১০০ গ্রাম
মোট = ১০ কেজি
* সীডমিক্স-এ বেশি ময়লা থাকলে অবশ্যই ভালো করে ধুয়ে টানা ৩/৪ দিন কড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে।
এছাড়াও পড়তে পারেনঃ
বাজরিগার পাখির সিডমিক্স মিশ্রণ পদ্ধতি (দেশী ও বিদেশি উপকরন)
বাজরিগার পাখির সিডমিক্স মিশ্রণ পদ্ধতি (দেশীয় উপকরন)
“হিট স্ট্রোক” গরমের সবচেয়ে ভয়াবহ সমস্যা ও সমাধান!
ফেদার প্লাকিং – Feather Plucking
পশু হাসপাতাল এবং চিকিৎসকের ঠিকানা ও ফোন নাম্বার
No Comments