কিছু উপকারী টিপস্, যেগুলো অনেকের- উপকারে আসবে
যারা পাখি পালেন, তারা সবসময়েই কিছু সমস্যার মধ্যে পরেন। আজকে কিছু টিপস্ আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলোর মাধ্যমে আপনার দৈনন্দিন কিছু সমস্যার সহজ সমাধান পেয়ে যাবেন। আসুন জেনে নেই সমস্যা ও তার সমাধানঃ
#সমস্যা- পাখিকে পিঁপড়ায় জ্বালাচ্ছে?
সমাধান- ট্রেতে লবঙ্গ দিয়ে রাখুন। পিঁপড়া আসবেনা।
#সমস্যা- ইদুরের আক্রমনে পাখি অতিষ্ঠ?
সমাধান- কিছু গোলমরিচ ট্রেতে দিয়ে রাখুন। ইঁদুর জ্বালাবেনা।
#সমস্যা- পাখির শরীরে উকুন/পোকা হয়েছে?
সমাধান- সেদ্ধ নিম পাতার পানি স্প্রে করুন। উকুন/পোকা চলে যাবে।
#সমস্যা- পাখির খাঁচায় তেলাপোকার উপদ্রব?
সমাধান- কয়েকটা তেজপাতা ছিঁড়ে ট্রেতে দিয়ে রাখুন। তেলাপোকা আসবেনা।
#সমস্যা- টিকটিকি পাখিকে ডিস্টার্ব করছে?
সমাধান- টিকটিকির গায়ে বরফ শীতল ঠান্ডা পানি স্প্রে করুন। টিকটিকি জমে যাবে। পড়ে উঠিয়ে ফেলে দিন।
#সমস্যা- মাইটস আক্রমণের ভয়ে আছেন?
সমাধান- খাঁচায় কিছু রসুন দিয়ে রাখুন। আশাকরি উপকার হবে।
#ভাল থাকুক সবার পাখি। ?
লিখেছেনঃ Rakibull Roky
No Comments