ডিমের মধ্যে বাচ্চা মারা যায় কেন ?
পাখালদের একটি বড় সমস্যা, ডিম থেকে কেন বাচ্চা হয় না। ডিমের ভিতরে কেন বাচ্চা মারা যায়? পাখি কেন ডিম ভেঙ্গে ফেলে, ইত্যাদি। এসব বিষয়ের সমাধান দিয়েছেন, সিএসবি গ্রুপের এ্যাডমিন: অনুপম।
১/ শুক্রাণু দুর্বল এর কারণে বাচ্চা মারা যায় ।
২/ সেম ব্লাড এ ব্রিডিং করলে বাচ্চা মারা যায় ।
৩/ ব্রিডিং-এ দেওয়ার আগে পাখিকে তৈরি না করলে বাচ্চা মারা যায়।
৪/ অল্প বয়সে ব্রীডিং করলে বাচ্চা মারা যায়।
৫/ উপযুক্ত স্থান তৈরি করা না হলে বাচ্চা মারা যায়।
৬/ পাখিকে অতিরিক্ত বিরক্ত করলে ডিমের ভিতর বাচ্চা মারা যাবে।
৭/ ডিমের আদ্রতা ঠিক না থাকলে ডিমের ভিতর বাচ্চা মারা যায়।
৮/ অত্যন্ত গরম পরিবেশে থাকলে ডিমের ভিতর বাচ্চা মারা যায়।
৯/ পাখির পায়খানা ডিমে লেগে থাকলে ডিমে ভিতর বাচ্চা মারা যায়।
এছাড়াও আরো অনেক কারণ আছে যে কারণগুলোর জন্য বাচ্চা মারা যেতে পারে।
প্রধান কিছু কারণ উল্লেখ করা হয়েছে।
লেখাটি আপনাদের উপকার হলে অন্যকে উপকার করুন শেয়ার করে। তবে অন্য কোন গ্রুপে কপি/পেস্ট করে শেয়ার করা যাবে না।
লিখেছেন
অনুপম সিএসবি
No Comments