নতুন পাখি নিলে অথবা আনলে করনিয়!
নতুন পাখি আনলে সেই পাখিতে অনেক জীবানু থাকতে পারে। বিশেষ করে দোকানের পাখি। তবে ভালো ব্রীডারদের কাছ থেকে আনলে সেই সম্ভাবনা কম থাকে। তার পরও নতুন পাখিকে আনলে তাকে অবশ্যই কোয়ারানটাইন করতে হবে। এতে করে পাখি সুস্থ্য থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।
কোয়ারানটাইন এর প্রাকৃতিক পদ্ধতিঃ
কোয়ারানটাইন কি ?
দোকান থেকে কিনে আনা পাখি জীবাণুমুক্ত করাকেই কোয়ারানটাইন বলা হয়।
বিভিন্ন দোকান থেকে কিনে আনা পাখির গায়ে অনেক মারাত্মক রোগ জীবাণু থাকে যেগুলো আপনার ঘরের পাখির জীবনের জন্য হুমকিস্বরূপ।
কিভাবে কোয়ারানটাইন করতে হয়ঃ
- কিনে আনার পর, আগের পাখি যেখানে থাকে সেখানে নেয়া যাবে না। অনেক দূরে আলাদা রাখতে হবে।
- পাখির কাছে যাবার আগে হাত ধুয়ে নিতে হবে।
- চারটা নিম পাতা পাঁচটা বড়ই পাতা ৬০০ এমএল পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে রৌদ্রজ্জ্বল দিনে পাখির গায়ে স্প্রে করতে হবে। একদিন পরপর তিনদিন।
- স্প্রে করার শেষে রোদে রাখতে হবে দশ মিনিট। পাখির খাচার কিছু অংশ একটি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। দুপুরের পরে যে কড়া রোদ পরে, সেই রোদে দেওয়া যাবে না।
সকাল ১০টা বা ১১টার দিকে যেই রোদ থাকে, সেই রোদে দিতে হবে। - রোদের পরিমান বেশি হলে পাখি হিট স্ট্রোক করবে। তাই রোদে দেওয়ার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সম্ভব হলে রোদে দিয়ে সামনে বসে থাকতে হবে।
- ২৫০ এমএল পানিতে সাত ফোঁটা রসুনের রস, চার ফোঁটা আদার রস, ১এমএল মধু মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে। এতে কৃমি, মাইট, পেট ফাঁপা, ঠান্ডা সমস্যা দূর হবে।
- এরপর ২৫০ এমএল পানিতে এক চা চামচ টক দই মিশিয়ে তিনদিন খাওয়াতে হবে। প্রতিদিন বানিয়ে ছয় ঘণ্টা পর ফেলে দিয়ে নরমাল পানি দিবেন ।
- পাখিকে ভাল মানে সীড মিক্সড প্রতিদিন দিতে হবে। শাক সবজি, এগ ফুড একদিন পরপর খেতে দিতে হবে।
আবার একদিন পরপর প্রাকৃতিক স্প্রে করতে হবে খাঁচার আশে পাশে।
এখন, সুস্থ চঞ্চল মনে হলে আগের পাখিদের কাছে নেয়া যাবে।
লিখেছেন: নওশীন মুন
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
পাখি পালন সম্পর্কিত তথ্য পেতে নিচে উল্ল্যেখিত আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এক্টিভ থাকুন।
পাখির অসুস্থ্যতায় যদি কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়, তবে পাখির ছবি, ভিডিও (সম্ভব হলে) এবং ড্রপিং (পুপ্স) এর ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপটিতে শেয়ার করুন। এখানে রয়েছে অভিজ্ঞ পাখি পালক এবং ডাক্তার, যাদের মাধ্যমে খুব দ্রুত আপনি সাহায্য পাবেন আশা রাখছি।
আমাদের ফেসবুক পেজঃ
আমাদের Facebook গ্রুপঃ Bangladesh Birds Help Group
No Comments