পাখিকে তুলসির দ্রবন/শরবত খাওয়ানোর নিয়ম!
তুলসি একটি ঔষধি গাছ। এর রয়েছে অনেক উপকারিতা। ঠাণ্ডা লাগলে ঘরোয়া পদ্ধতিতে তুলসি অনেক উপকার করে। জেনে নেই তুলসি পাতা কিভাবে পাখিকে খাওয়াতে হবে?
৫ থেকে ৬ টি তুলসি পাতা ভাল করে ধুয়ে নিন। এর পরে ১ কাপ পরিমাণ ফুটন্ত পানিতে পাতাগুলো দিয়ে ২ মিনিট এর মত চুলায় রাখুন। নামানোর আগে ১/৮ (চা-চামচের ৮ ভাগের ১ ভাগ) আদা কুঁচি দিয়ে ১ মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলুন। এর পর দ্রবনটি সম্পূর্ণ রূপে ঠাণ্ডা হলে ১/৪ (চা চামচের ৪ ভাগের ১ ভাগ) মধু যোগ করে ভাল করে মিশিয়ে নিন। এখন দ্রবণটি পাখিকে খেতে দেয়ার জন্য তৈরী।
দ্রবণটি ৬ ঘণ্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে।
আপনি চাইলে দ্রবণটি এক সাথে বেশি পরিমানে বানিয়ে ফ্রিজে রেখে পর পর ২ দিন পাখিকে খাওয়াতে পারেন। তবে ফ্রিজ থেকে বের করে অন্ততপক্ষে ৩০ মিনিট পরে (ঠাণ্ডা ছাড়িয়ে) পাখির খাঁচায় দিতে হবে।
যে কোন ধরনের ঔষধের মিশ্রণ পানি ৬ ঘন্টার বেশি রাখবেন না। ভেষজ উপাদানের তৈরি পানির জন্য ফ্রিজ ব্যবহার না করাই ভালো। ঔষধ মিশ্রণ পানি গুলানোর পর ৬ ঘন্টার বেশি রাখবেন না।
ভালো থাকুক সবার পাখি!
লিখেছেনঃ সিফাত ই রাব্বানী
No Comments