পাখির কোষ্ঠকাঠিন্য ও তার চিকিৎসা
কোষ্ঠকাঠিন্য দেখা যায় প্রায় সব পাখিদের মধ্যে। পাখির হজম প্রক্রিয়ায় যখন সমস্যা সৃষ্টি হয় তখনই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে।
লক্ষনঃ
পাখির মল ছোট আকৃতির ও শক্ত হবে, অনেক সময় পাখির মলত্যাগ করতে কষ্ট হয়, চোখে ঘুম আসে, মল শক্ত হয় বলে অনেক সময় পায়ু পথে লেগে থাকে বলে পায়ু পথ বন্ধ হয়ে যায় এর ফলে পাখি দুর্বল হয়ে পড়ে।
চিকিৎসাঃ
পাখিকে এই সময় ভিটামিন বি কমপ্লেক্স পানির সাথে মিশিয়ে খেতে দিতে হবে এবং প্রচুর শাক সবজি খেতে দিতে হবে, যতদিন ভালো না হয় ততদিন। পাখির মল যদি পায়ু পথে লেগে থাকে তাহলে হাল্কা গরম কুসুম জল দিয়ে এক টুকরা তুলা দিয়ে পায়ু পথ পরিস্কার করে দিয়ে ভ্যাসলিন বা ওলিভ ওয়েল লাগিয়ে দিতে হবে।
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
পাখি পালন সম্পর্কিত তথ্য পেতে নিচে উল্ল্যেখিত আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এক্টিভ থাকুন।
পাখির অসুস্থ্যতায় যদি কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়, তবে পাখির ছবি, ভিডিও (সম্ভব হলে) এবং ড্রপিং (পুপ্স) এর ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপটিতে শেয়ার করুন। এখানে রয়েছে অভিজ্ঞ পাখি পালক এবং ডাক্তার, যাদের মাধ্যমে খুব দ্রুত আপনি সাহায্য পাবেন আশা রাখছি।
আমাদের ফেসবুক পেজঃ
আমাদের Facebook গ্রুপঃ Bangladesh Birds Help Group
No Comments