পাখির জন্য বাড়িতে বানানো বিশেষ ঔষধ (পর্ব-১)
এখন একটা সলুশান দিচ্ছি যেটায় একসাথে বহু সমস্যার সমাধান পাবেন আশা করি। এতে টাকা পয়সা খরচ হবে দশ টাকার মত। সময় লাগবে পনের মিনিট।
উপকরণ : আদা, চা, লেবু আর পানি দুই লিটার।
পদ্ধতি: দুই কাপ পানি ভাল মত ফুটিয়ে এক টুকরো আদা ভাল ভাবে থেঁতো করে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে এক চিমটি চা দিয়ে অল্প আঁচে দুই মিনিট রেখে নামিয়ে ঠান্ডা করে এতে লেবু চেপে রস এক চা চামচ দিয়ে ভালমত মিক্সড করে পরিমাণ মত পানি যোগ করে দুই লিটার বানাতে হবে।
আপনাদের পানির প্রয়োজনীয়তার উপর উপকরণ কম বেশী হবে।
উপকারিতা: পালক সমস্যা, ব্রিডিং সমস্যা, ডায়রিয়া, হজমের গন্ডগোল,বমি,কাশি,সর্দি,কফ একটাই সমাধান।
পরিবেশন: অসুস্থ হলে পরপর পাচ দিন দিবেন আর সুস্থ অবস্থায় সপ্তাহে একদিন ।
লিখেছেন: নওশীন মুন
আরও পড়তে পারেন: পাখির জন্য বাড়িতে বানানো বিশেষ ঔষধ (পর্ব-২)
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
পাখি পালন সম্পর্কিত তথ্য পেতে নিচে উল্ল্যেখিত আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এক্টিভ থাকুন।
পাখির অসুস্থ্যতায় যদি কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়, তবে পাখির ছবি, ভিডিও (সম্ভব হলে) এবং ড্রপিং (পুপ্স) এর ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপটিতে শেয়ার করুন। এখানে রয়েছে অভিজ্ঞ পাখি পালক এবং ডাক্তার, যাদের মাধ্যমে খুব দ্রুত আপনি সাহায্য পাবেন আশা রাখছি।
আমাদের ফেসবুক পেজঃ
আমাদের Facebook গ্রুপঃ Bangladesh Birds Help Group
No Comments