পাখির ডিম সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন এবং সমাধান!
বাজেরিগারের ডিম…
আমরা অনেকেই ভুক্তভোগি বাজেরিগারের ডিম নিয়ে (আমিও এক সময় ছিলাম এরকম ভুক্তভোগি) কিন্তু কি কি কারনে ভুক্তভোগি সেটা অনেকেই জানিনা…
আসুন না বেশ কিছু কারন জানা যাক…
পয়েন্ট :
১) ডিম জমাট না বাঁধা,
২) ডিমে নিয়মিত তা না দেওয়া,
৩) ডিম দিয়ে ডিম ভেঙ্গে ফেলা,
৪) ডিম দেয়ার পর পাখির অসুস্থতা,
১ নং কারন : ডিম জমাট না বাঁধার নানা রকম কারন থাকতে পারে তবে তার মধ্যে উল্লেখ্য পয়েন্ট ২ ও ৪। আরো কারন আছে যেমন- পাখি ডিম দেওয়ার পর অনেকেই ডিম বারবার হাত দিয়ে ধরি, উকি দেই, হাড়ি নাড়াচাড়া করি ও হাড়ির দিকে আলো দিয়ে রাখি যা বাজেরিগার পাখির একদমই পছন্দ না।
২ নং কারন : ডিমে নিয়মিত তাপ না দেওয়ার অনেকগুলো কারন আছে যেমন- মেল ও ফিমেল পাখির বয়সের তারতম্য, মেল তুলনায় ফিমেল বড়, অথবা ফিমেলে প্রাপ্তবয়স্ক না হয়েই ডিম দিয়ে দিয়েছে, অথবা একবার ব্রীড করার পর পাখিকে রেস্ট না দিয়েই আবার ব্রীডে দেওয়া।
৩ নং কারন : ডিম দিয়ে ডিম ভেঙ্গে ফেলার অনেকগুলো কারন আছে…
যেমন:
* মেল ও ফিমেল পাখির বয়সের তারতম্য
* উভয় প্রাপ্তবয়স্ক না হওয়া
* হাড়ি নাড়াচাড়া ও উকি দেওয়া
* সবসময় হাড়ির দিকে আলো দিয়ে রাখা
* মেল অথবা ফিমেল যে কেউ ব্রীডিং মুডে না থাকা
* ক্যালসিয়ামের অভাব
৪ নং কারন : প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে ফিমেল পাখিকে ব্রীডে দিলে সে পাখি ডিম দেয়ার পর অসুস্থ হয়ে যায়। অথবা একবার ব্রীড করার পর পাখিকে রেস্ট না দিয়েই আবার ব্রীডে দেওয়া হলে পাখি দূর্বল হয়ে পরে এতে তার মৃতুও হতে পারে।
এই ৪টা কারন হয়ে আরো ভিন্ন ভিন্ন কারন থাকতে পারে, তবে আমি আমার দিক থেকে এই কারনগুলো বের করেছি। অনেক এক্সপার্টদের মতামতের সাহায্যে আমার অনেকটা ক্ষতিসাধন হয়েছে।
পাখিকে ব্রীডে দেওয়ার আগে ও পরে এক্সপার্টদের সাহায্য নিয়ে মেডিসিন কোর্সগুলো Complete করে ফেলা উচিত। মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম যার মধ্যে বেশী উল্লেখযোগ্য।
ভূল তো হতেই পারে যেহেতু আমরা মানুষ, ভুল হলে সবার ক্ষমার দৃষ্টি কামনা করছি। তবে পাখি নিয়ে আর ভুল নয়। সবার পাখি ভালো ও সুস্থ থাকুক-আমিন
মুল লেখক – Mohammad Abid Hossain
ছবি : Finch Heaven
No Comments