পাখি পালনের সময়ে যেসব রোগের কারনে পাখি মারা যেতে পারে
ওয়েবসাইটির উদ্দেশ্য পাখি সম্পর্কিত সকল বিষয় সবার সাথে শেয়ার করা। এখানে অভিজ্ঞ পাখি পালকদের পরামর্শ ও অভিজ্ঞতার আলোকে বিভিন্ন তথ্য শেয়ার করা হয়। কারো ভাল না লাগলে দয়া করে নিজ দায়িত্বে এড়িয়ে যাবেন। একটু ঠাণ্ডা আবহাওয়া হলে, রাতে পাখীর ঘরের দরজা জানালা আটকে দেওয়া উচিত। সকালে রোদ উঠলে আবার খুলে দিতে হবে।
সবাই রুম থার্মোমিটার ব্যবহার করুন। খুব প্রয়োজনীয় একটা জিনিস।
পাখীর সহনশীল তাপমাত্রা ১৮ থেকে ৩০ ডিগ্রী সেঃ।
নিচের ছবি গুলো অতি প্রয়োজনীয়। আপনার প্রয়োজন মনে হলে লিংকটি বুকমার্ক করে রাখতে পারেন।

ছবি সংগ্রহ এবং লেখক: নওশীন মুন
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
পাখি পালন সম্পর্কিত তথ্য পেতে নিচে উল্ল্যেখিত আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এক্টিভ থাকুন।
পাখির অসুস্থ্যতায় যদি কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়, তবে পাখির ছবি, ভিডিও (সম্ভব হলে) এবং ড্রপিং (পুপ্স) এর ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপটিতে শেয়ার করুন। এখানে রয়েছে অভিজ্ঞ পাখি পালক এবং ডাক্তার, যাদের মাধ্যমে খুব দ্রুত আপনি সাহায্য পাবেন আশা রাখছি।
আমাদের ফেসবুক পেজঃ
আমাদের Facebook গ্রুপঃ Bangladesh Birds Help Group
No Comments