ফ্রেঞ্চ মোল্ট (পাখির পালক উঠে যাওয়া) কি এবং প্রতিকার! – ২য় লেখা
ডানা বা পালক ,লেজ পড়ে যাওয়া । তাই বলে একটু লেজ ভাঙ্গলে বা ডানার কিছু পালক পরে গেলেই ফ্রেঞ্চ মোল্ট বলা যাবে না। যেখান থেকে পালক পরবে ওই পালকের গোঁড়া কালো রক্তের মত হয়ে থাকবে ।আর বেশ কয়েক সপ্তাহ ধরে পালক গজাবে না।
কাদের হয় :
বড় পাখির ভিতরে জীবাণু থাকে কিন্তু প্রকাশ পায় বাচ্চাদের মধ্যে। যেকোনো পাখির হতে পারে ।
পালক পরে যাওয়া দুই রকম মোল্টিং আর ফ্রেঞ্চ মোল্ট । মোল্টিং হলে এমনি পালক গজায় কিন্তু ফ্রেঞ্চ মোল্ট হলে ধীরে ধীরে সব পালক পরে যায় ।
কারন : বেশির ভাগ ক্ষেত্রে অপুষ্টি এর প্রধান কারণ । তবে আরো কিছু কারণ হল বার বার ব্রিড করা ,খামারে ফ্রেঞ্চ মোল্ট আক্রান্ত পাখি প্রবেশ করলে ।
প্রতিকার :
- রেস্ট দিয়ে ব্রিড করাতে হবে
- দেখে বুঝে পাখি কিনতে হবে
- যে খামারে ফ্রেঞ্চ মোল্ট হয়েছে সেখান থেকে পাখি আনা যাবে না
- পাখিকে পুষ্টিকর খাবার দিতে হবে
- আক্রান্ত পাখিকে দূরে সরিয়ে ফেলতে হবে
- পাখি আলো বাতাসপূর্ণ সকালে রোদ আসে এমন জায়গায় রাখতে হবে
চিকিৎসা: প্রথমেই আক্রান্ত পাখি খামার থেকে দূরে সরাতে হবে । পাখিকে নিম পাতার পানি দিয়ে অথবা timsen এক্ লিটার পানিতে এক্ গ্রাম হিসেবে মিশিয়ে স্প্রে করতে হবে সপ্তাহে দুই দিন তিন মাস ।গোসলের পর নিজে দাঁড়িয়ে থেকে কাক ,বিড়াল আর ইঁদুর পাহারা দিয়ে রোদে দিবেন। পাখিকে পেয়ারা পাতা দুইটি ,নিমপাতা তিনটি ২৫০ml পানিতে সিদ্ধ করে নামিয়ে ঢেকে রেখে ঠান্ডা হলে এলভেড়া জেল মিশিয়ে সপ্তাহে তিনদিন খেতে দিবেন।এই পানি 6ঘণ্টা খাঁচায় রাখা যাবে ।আর ফ্রিজে তিনদিন ।দেয়ার সময় নরমাল তাপমাত্রা হলে দিবেন। তিন মাস ।
সপ্তাহে দুই দিন hiprachok amino এক্ ml zisvet এক্ ml calplex এক্ ml একসাথে এক্ লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন তিন মাস ।
পাখিকে ভাল মানের সীড মিক্স এর পাশাপাশি গাজর ,পেঁপে ,বরবটি ,কলমি শাক ,পালং শাক লাল শাক ,কপি ,বিভিন্ন ফল বা ফলের জুস খেতে দিতে হবে সপ্তাহে একদিন তিনমাস ।
সম্পূর্ণ সুস্থ হতে তিন মাস লাগবে তাই ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে ।এটি একটি কার্যকরী পদ্ধতি ।সঠিক নিয়ম পালন করলে অবশ্যই সুস্থ হবে ।ধন্যবাদ সবাইকে।
লেখক: নওশীন মুন
আরও পড়তে পারেনঃ ফ্রেঞ্চ মোল্ট কি, কেন ও কিভাবে হয়?
No Comments