বাজরিগার পাখির খাবার তালিকা
বাজরিগার একটি বহুল প্রচলিত খাঁচায় পালনের জন্য পাখি। এটা প্রায় ৭ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত (লেজ সহ) হয়। দাম কম এবং সহজলভ্য হওয়ায় অনেকেই এই পাখি পালন করেন। কিন্তু সুস্থ্য পাখির জন্য পুস্টিকর খাবার খুবই জরুরী। আজকে আমরা এই পাখির প্রতিদিনের খাবারের তালিকায় কি কি থাকবে, সেটা উল্ল্যেখ করার চেষ্টা করেছি। রেসিপি-টি অন্যান্য পাখির ক্ষেত্রেও প্রযোজ্য।
দেখে নেই তালিকা গুলো কি কি?
বাজরিগার শাক জাতীয় খাবার
১. নিম পাতা
২. ফুলকপি
৩. পাতাকপি
৪. পুই শাক
৫. কলমি শাক
৬. লাল শাক
৭. লেটুস পাতা
৮. সাজনা পাতা
৯. পালং শাক (কম পরিমাণে)
১০. ধনিয়া পাতা
১১. মেহেদি পাতা
১২. বরবটি
১৩. মুলা শাক
১৪. থানকুনি পাতা
১৫. মিষ্টি কুমড়া
বাজরিগার ফল জাতীয় খাবার
১. গাজর
২. আপেল (বীজ যেন না থাকে)
৩. কমলা
৪. শসা
৫. কলা
৬. কালো জাম
৭. আংগুর
৮. আম
৯. তরমুজ
১০. পেয়ারা
১১. স্ট্রবেরি
১২. মিষ্টি আলু
১৩. নারকেল
১৪. খেজুর
১৫. লিচু
১৬. বড়ই (বরই বিচি যেন না থাকে)
১৭. কাঁচা মরিচ
১৮. শিমের বিচি
১৯. জলপাই
২০. পেঁপে
২১. আনারস ইত্যাদি
যা যা দেওয়া যাবে না
১. যে কোন ফলের বিচি
২. মাশরুম
৩. চকলেট
৪. পিয়াজ
৫. দুধ অথবা দুগ্ধজাতীয় খাবার পাখিকে দেওয়া থেকে বিরত থাকুন।
রোগমুক্ত রাখতে প্রতি সপ্তাহে পাখিকে নিম পাতা সজনে পাতা খেতে দিন।
ঠান্ডা ও বৃষ্টিতে পাখিকে Acv (অ্যাপেল সিডার ভিনেগার) খাওয়ানো উচিত। সাথে অবশ্যই ভালো মানের সিড মিক্স দিতে হবে।
সুস্থ্য থাকুক ভাল থাকুক আপনা শখের পাখিগুলো।
লিখেছেনঃ Khan Ahmed Dorjoy
এছাড়াও পড়তে পারেনঃ
বাজরিগার পাখির সিডমিক্স মিশ্রণ পদ্ধতি (দেশী ও বিদেশি উপকরন)
বাজরিগার পাখির সিডমিক্স মিশ্রণ পদ্ধতি (দেশীয় উপকরন)
বাড়িতেই বানিয়ে নিন পাখির প্রিয় খাবা সফটফুড
No Comments