বাজরিগার পাখির সিডমিক্স মিশ্রণ পদ্ধতি (দেশী ও বিদেশি উপকরন)
আমরা যারা কম বেশি বাজরিগার ও ককাটিয়েল পাখি পালন করি, কমবেশি সবাই একটা ঝামেলায় দিয়ে যেতে হয় পাখির ব্রীডিং এর সময় খাদ্য নিয়ে, বিশেষ করে শস্যদানা নিয়ে। আর কিছু অসাধু পাখি ব্যবসায়ী তো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত খাবার দাম বাড়িয়ে অতি মুনাফা পকেটে ঢুকিয়ে নেয়।
চাইলে এখন থেকে আপনি নিজেই মান সম্মত সিডমিক্স নিজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে পরিমান গুলো কি কি, একটু জেনে নেই।
আমরা আগের একটি পোস্ট-এ শুধুমাত্র দেশীয় বীজ দিয়ে সিডমিক্স করেছিলাম। এখন দেশীয় ও বিদেশি বীজ দিয়ে সিডমিক্স তৈরির পদ্ধতি দেখব।
১। চিনা: ২৫%,
২। কাউন: ২০%,
৩। সাধারন ধান: ১০%,
৪। পোলাও ধান: ৫%
৫। লাল মিলেট: ৫%,
৬। কালো মিলেট: ৫%,
৭। হলুদ মিলেট: ৫%,
৮। সাদা মিলেট: ৫%,
৯। ক্যানারি: ৫%,
১০। সূর্যমুখী বীজ: ৫%,
১১। কুসুম ফুলের বীজ: ৪%,
১২। তিশি ৩%,
১৩। গুজি তিল ২%,
১৪। কালোজিরা ১%
সর্বমোট ১০০%
এখানে সাধারন একটা পরিমান দেওয়া হয়েছে। শীতকালে তিশি ও সূর্যমুখী বীজের পরিমান বাড়িয়ে দিতে হবে এবং গরম কালে এগুলোর পরিমান কমিয়ে দিতে হবে।
এবার দেখে নেই, ১০ কেজি খাবারের জন্য কি পরিমান উপকরন ব্যবহার করতে হবে।
১। চিনা: ২৫০০ গ্রাম
২। কাউন: ২০০০ গ্রাম
৩। সাধারন ধান: ১০০০ গ্রাম
৪। পোলাও ধান: ৫০০ গ্রাম
৫। লাল মিলেট: ৫০০ গ্রাম
৬। কালো মিলেট: ৫০০ গ্রাম
৭। হলুদ মিলেট: ৫০০ গ্রাম
৮। সাদা মিলেট: ৫০০ গ্রাম
৯। ক্যানারি: ৫০০ গ্রাম
১০। সূর্যমুখী বীজ: ৫০০ গ্রাম
১১। কুসুম ফুলের বীজ: ৪০০ গ্রাম
১২। তিশি ৩০০ গ্রাম
১৩। গুজি তিল ২০০ গ্রাম
১৪। কালোজিরা ১০০ গ্রাম
এইখানে ১০ কেজি পরিমান সিডমিক্সের পরিমান দেওয়া আছে। আপনি আপনার পরিমান মতো বানিয়ে নিতে পারবেন।
তবে, আপনি চাইলে শুধুমাত্র মূল উপাদান গুলো দিয়েও সিডমিক্স তৈরি করতে পারেন। পদ্ধতি দেখতে নিচের লিংক-এ প্রবেশ করুন।
এছাড়াও আপনি পড়তে পারেন:
বাজরিগার পাখির সিডমিক্স মিশ্রণ পদ্ধতি (দেশী ও বিদেশি উপকরন)
বাড়িতেই বানিয়ে নিন পাখির প্রিয় খাবা সফটফুড
লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার জন্য অনুরোধ করব।
No Comments