রেস্ট কি ও পাখিকে রেস্ট-এ না দিয়ে পর পর ব্রিডিং করালে কি সমস্যা হয়?
সাধারণত পাখিকে বছরে ৩-৪ বার breeding করানো যায়। কিন্তু আপনি যদি পর পর ২বার breeding করান তাহলে ২য় বার পাখির শরীরে ভিটামিন ও মিনারেল এর অভাবের কারনে বাচ্চা দুর্বল হবে ।
** ডিম এর উর্বরটা কমে যাবে ।
** বাচ্চা মারা যাওয়ার হার বেড়ে যাবে ।
** চিক ফেদার পিকিং করবে , মানে মা-বাবা বাচ্চার পালক খেয়ে ফেলবে ।
** বাচ্চার সাইজ ছোট হবে ।
** পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে , যার ফলে ফ্রেঞ্চ মোল্ট দেখা দিবে ।
** অনেক সময় ফিমেল পাখি টি স্টক করে মারা যেতে পারে।
সমস্যা :
** রেস্ট এর জন্য ফ্লাইং কেজ ব্যবহার করুন।
** পরবর্তী বিল্ডিং এর দেওয়ার আগে এক থেকে দেড় মাস পাখিকে রেস্ট।
** পাখিকে breeding এর আগে ও পরে ভাল সীড মিক্স, শাক-সবজি, এগ ফুড, মিনেরাল ব্লক, সমুদ্রের ফেনা পাখিকে খেতে দিন ।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিদিন খাবার পানি চেঞ্জ করতে হবে ও সিডি মিশ্রণ ভালো করে পরিষ্কার করে আবার পাখিকে খেতে দিতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Anupom Roy
Admin: CSB
No Comments