পাখিকে রসুন খাওয়ানোর নিয়ম ও উপকারিতা!
রসুন মানব দেহের মত পাখির জন্য অনেক উপকারি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুস্থ এবং রোগমুক্ত রাখতে। রসুনের উপকারিতা নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
পাখির জন্য রসুনের উপকারিতাঃ
১। শ্বাসনালী ও বুকের জীবানুকে ধংস করে,
২। এন্টিবায়োটিক ঔষধের মতো শরীরের ভেতর
৩। এন্টিবডিজকে নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় না,
৪। শরীরে আক্রমনকারী জীবানুর সঙ্গে লড়াই করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়,
৫। ক্রিমির প্রতিরোধে,
৬। পাচন ক্রিয়াকে সুস্থ – সবল রাখে,
৭। পাকস্থলি ও অন্ত্রের কাজে টনিকের কাজ করে,
৮। রসুনের রস মিশ্রিত পানি স্প্রে করলে উকুন জাতীয় পরজীবির হাত থেকে রক্ষা পাওয়া যায়,
৯। হৃদযন্ত্র ও লিভারের উপকার করে,
১০। সর্দি-কাশির জন্য উপকারী,
১১। উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন,
১২। ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগের ঝুঁকি কমে যায়
১৩। রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি হলে, রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখে,
১৪। ইনফেকশন ও ব্যাকটেরিয়া প্রতিরোধী ।
পাখির জন্য রসুন কিভাবে ব্যবহার করবেনঃ
১) ১ লিটার পানিতে ৩-৪ খোয়া বা খুঁচি খুঁচি করে কেটে সিদ্ধ করে নিবেন। এরপর ঐ পানি, ঠান্ডা করে পাখিকে পান করতে দিবেন।
অথবা
২) ১ লিটার পানির জন্য ৩-৪ খোয়া রসুন ব্লেন্ডার দিয়ে ভাল করে মিক্স করে ঐ মিশ্রণ পানির সাথে মিশিয়ে ২-১ ঘণ্টা রেখে তারপর পাখিকে পান করতে দিবেন।
লিখেছেনঃ নাঈম রহমান
No Comments